স্টাফ রিপোটার অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে পাঁচটার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রানিয়ারা এলাকায় কাঠের পুল খাদ্য গুদামের সামনে কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের পূর্ব পাশ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কসবা থানার এসআই (নিঃ) মোঃ মনির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানের নেতৃত্বে ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশনা ও কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের সার্বিক তদারকি ছিল।
আটককৃত ব্যক্তির নাম— মোঃ সুমন মিয়া (২৮), পিতা আলী হোসেন, সাং— বুড়িচং উত্তরপাড়া, রফিক ভূইয়ার বাড়ি, ওয়ার্ড নম্বর ৮, থানা বুড়িচং, জেলা কুমিল্লা।
অভিযানে অজ্ঞাতনামা আরও দু’জন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের।
Reporter Name 

